260105

‘নারী সাংবাদিকরা সংবাদ ‌সংগ্রহের জন্য যৌন সম্পর্কে জড়ান’

ডেস্ক রিপোর্ট : মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঞ্চালক জেসি ওয়াট্টার্স নারী সাংবাদিকদের নিয়ে এক মন্তব্য করেছেন। যা নিয়ে চলছে তুমুল বিতর্ক।

জেসি ওয়াট্টার্স’র দাবি, সংবাদ ‌সংগ্রহের জন্য নারী সাংবাদিকরা যৌন সম্পর্কে জড়ান।

গত বুধবার জেসি ওয়াট্টার্স তার সঞ্চালিত ‘দ্য ফাইভ’ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘হলিউড তো বটেই। বাস্তব জীবনেও এক্সক্লুসিভ খবরের সন্ধানে নারী সাংবাদিকরা প্রায়শই যৌন সম্পর্কে লিপ্ত হন।

ওই অনুষ্ঠানে তিনি নিজের বক্তব্যের প্রমাণ হিসেবে বলেন, ‘আলি ওয়াটকিন্স নামে এক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ ছিল- তিনি ‘‘স্কুপ’এর সন্ধান পেতে তারই এক সোর্স এর শয্যাসঙ্গিনী হয়েছিলেন। শুধু তাই নয়, দীর্ঘ চার বছর ধরে সেই সোর্স এর সঙ্গে আলি ওয়াটকিন্সের যৌন সম্পর্ক ছিল, যা কাজে লাগিয়ে আলি তার কর্মজীবনে প্রচুর বিশেষ প্রতিবেদন করেছিলেন।’

তবে এমন মন্তব্যে উঠে পড়ে লেগেছে অন্য সংবাদকর্মীরা। তার দিকে সমানতালে ছুটছে সমালোচনার তীর। এ ধরনের মন্তব‌্যকে ‘অসম্মানজনক’ এবং ‘অবমাননাকর’ বলে অভিহিত করেছেন সমালোচকরা।

‘সিএনএন’-এর সঞ্চালক এস ই কাপ বলেছেন, ‘এই ধরনের মন্তব‌্য ভিত্তিহীন এবং অত‌্যন্ত কুরুচিপূর্ণ। ফক্স নিউজের উচিত এর প্রতিবাদ করা এবং নিজেদের চ‌্যানেলের নারী সাংবাদিকদের পাশে দাঁড়ানো।’ সূত্র : আমাদের ব্রাহ্মণবাড়িয়া

পাঠকের মতামত

Comments are closed.