260117

‘ভয়ংকর সুন্দর’ ঠোঁটে ইঞ্জেকশনের মাধ্যমে ফিলার্স করছেন নারীরা!

ডেস্ক রিপোর্ট : ঠোঁটের সৌন্দর্য বাড়াতে রং-বেরঙের লিপস্টিক সব নারীরাই ব্যবহার করে। আবার মেকআপের সাহায্যে ঠোঁট মোটা বা চিকনও করা যেতে পারে! এ আর নতুন কি?

ছবিতে যে ছবিগুলো দেখছেন, এসব ঠোঁট কিন্তু মেকআপের সাহায্যে তৈরি করা হয়নি। ঠোঁটে ইঞ্জেকশনের মাধ্যমে ফিলার্স করছেন নারীরা। তাও আবার এমন ঢেউ খেলানো নকশায়। এমন ঠোঁটের নাম দেয়া হয়েছে ‘অক্টোপাস লিপ্‌স’।

ঠোঁটগুলো দেখে নিশ্চয়ই, কী বিচ্ছিরি’! এমন প্রতিক্রিয়াই হচ্ছে আপনার! তবে অবাক করা তথ্য হলো, অনেকের কাছে এটাই লেটেস্ট বিউটি ট্রেন্ড। রাশিয়ায় শুরু হওয়া এই ট্রেন্ড সোশ্যাল মিডিয়ার দৌলতে পৌঁছে গিয়েছে সারা বিশ্বে। স্বাভাবিকভাবেই, এই ‘ডেভিল লিপ্‌স’ দেখে শিহরিত ও বিস্মিত নেট দুনিয়া।

কী এই ‘ডেভিল লিপ্‌স’ বা ‘অক্টোপাস লিপ্‌স’? শোনা যাচ্ছে লিপ ফিলার্স এবং মেক-আপের সাহায্যে এই অদ্ভুত ঢেউ খেলানো ঠোঁট তৈরি করছেন নারীরা। এর জন্য ঠোঁটে ইঞ্জেকশনের মাধ্যমে ফিলার্স ঢোকানো হচ্ছে। তবে চিকিৎসকদের মতে, এই পদ্ধতি বেশ ক্ষতিকর। কোনোভাবে এই ইঞ্জেকশন শিরার ভিতরে ঢুকে গেলে নেক্রোসিসের মতো সমস্যা হওয়াও আশ্চর্য নয়।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.