260155

পাকা কলা পা ফাটা দূর করে থাকে! জেনেনিন উপায়

ডেস্ক রিপোর্ট : শীতের রুক্ষ হাওয়ায় ত্বক হয়ে পড়ে প্রাণহীন। বিশেষ করে পায়ের গোড়ালি ফাটতে শুরু করে সবার আগে। আর পা ফাটা মানেই যন্ত্রণা। সেই সঙ্গে পায়ের সৌন্দর্যও হারানো।

এখন থেকেই তাই যত্ন নিন পায়ের। পা ফাটা থেকে মুক্তি পেতে পরিচ্ছন্ন রাখতে হবে পা। তাছাড়া আরো একটি উপায়ে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-

পাকা কলা
অতিরিক্ত পাকা কলা পা ফাটা দূর করার জন্য খুবই কার্যকর। একটি পেকে যাওয়া কলা ব্লেন্ড করে নিন। এতে একটি অ্যাভোকাডোর পেস্ট মেশান। মিশ্রণটি পায়ের গোড়ালিতে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন খুব দ্রুত পা ফাটা থেকে মুক্তি পেয়ে যাবেন।

ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.