260330

২৪ ঘণ্টায় লাখপতি এই ‘মেইদ’ মাছ বিক্রি করে!

ডেস্ক রিপোর্ট : সুন্দরবনে নদীতে মাছ ধরতে গিয়ে ভাগ্য খুলেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মঞ্জু গাজীর। তার জালে আটকা পড়েছে ১২১টি ‘মেইদ’ মাছ। মঞ্জু সেই মাছ বিক্রি করে একদিনেই পেয়েছেন প্রায় ছয় লাখ টাকা।

রোববার বিকালে তার দুটি জালের একটিতে ধরা পড়ে এই মাছ। স্থানীয়ভাবে পরিচিত ‘মেইদ’ মাছ সুন্দরবনের নদীতে সবচেয়ে মূল্যবান প্রজাতির মাছের একটি।

খানিকটা কাইন মাছের আকৃতির এই মাছ অত্যন্ত সুস্বাদু। সচরাচর জালে এ মাছ ধরা পড়ে না। বড়শি দিয়েই ধরতে হয় এ মাছ।

মঞ্জু গাজী জানান, বন বিভাগের অনুমতি নিয়ে দিন দুয়েক আগে বনের মালঞ্চ নদীতে সাদা জাতের মাছ ধরার লক্ষ্যে দুটি জাল ফেলেন। রোববার বিকালে তার একটি জাল পানিতে নিখোঁজ হয়ে যায়। আর একটি তুলে তিনি দেখতে পান তার মধ্যে আটকা পড়েছে ‘মেইদ’ মাছ।

অপেক্ষা না করেই তিনি দ্রুত চলে আসেন উপকূলে। শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে পাইকারি ক্রেতাদের কাছে তিনি ১২১টি ‘মেইদ’ মাছ বিক্রি করে হাতে পান পাঁচ লাখ ৭০ হাজার টাকা।

তিনি বলেন, এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়া।

মঞ্জু গাজী জানান, মেইদ মাছ দলবদ্ধ হয়ে চলাফেরা করে। তার ধারণা, একটি বড় দল তার অন্য জালে আটকে গিয়ে গায়ের জোরে ভাসিয়ে নিয়ে গেছে। দ্বিতীয় জালটিতে আটকা পড়া ১২১টি মাছ তার ভাগ্য খুলে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পাঠকের মতামত

Comments are closed.