260465

কি আছে কাবা ঘরে? (দেখুন ভিডিও)

ডেস্ক রিপোর্ট : ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার সভাপতি ড. মুজাম্মিল সিদ্দিকি ১৯৯৮ সালের অক্টোবরে কাবা ঘরের ভেতরে প্রবেশের সুযোগ পান। পরে তিনি মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে কাবা ঘরের অভ্যন্তরে যা দেখে এসেছেন তা বলেন। তিনি বলেন, কাবা ঘরের মধ্যে দুটি স্তম্ভ রয়েছে (কারো কারো মতে ৩টি স্তম্ভ)। এক ধারে একটি ছোট টেবিল রয়েছে যার ওপরে কিছু আতরদানি রাখা যায়। সিলিংএর ওপর থেকে দুটি বাতি ঝুলানো রয়েছে। কাবা ঘরের মধ্যে জনা পঞ্চাশেক মানুষ অবস্থান করতে পারবেন। কোনো বৈদ্যুতিক বাতি নেই। দেয়াল ও মেঝে মার্বেল পাথরের। কোনো জানালা নেই। একটি মাত্র দরজা রয়েছে। কাবা ঘরের ভেতরের উপরিভাগে কালেমা খচিত পর্দা রয়েছে। আল-জাজিরা/আল-আরাবিয়া

পাঠকের মতামত

Comments are closed.