260475

ভুঁড়িওয়ালা পুরুষদের বাবা হওয়ার সম্ভাবনা অনেক কম 

ডেস্ক রিপোর্ট : বাবা হওয়ার পেছনে ভুঁড়িকে বাধা হিসেবে দেখছেন গবেষকরা। তারা বলছেন, পুরুষের বন্ধ্যাত্বের জন্যও দায়ী হচ্ছে ভুঁড়ি।এনডিটিভি বাংলা

সম্প্রতি কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক দল পুরুষের উপর একটি গবেষণা চালিয়ে এমনটিই ফলাফল পেয়েছেন। মোট ১৫ জন স্থুল পুরুষ নিয়ে পরীক্ষা চালিয়ে তারা দেখতে পান, এমন পুরুষদের শুক্রাণুর জিনে ক্ষুধা নিয়ন্ত্রণের বিষয়টি বেশ দুর্বল হয়।

গবেষণার পুরুষদের শারীরিক কসরত ও নিয়মের মধ্যে রেখে স্থুলতা তাড়ানোর পর আবার পরীক্ষা করে বিপরীত চিত্র পান বিজ্ঞানীরা। ২০১৬ সালেও একই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরেকটি পরীক্ষা করেছিলেন। ওই সময় তারা দেখতে পান স্থুল বাবার জিন সন্তানের শরীরেও প্রবেশ করে। ফলে এমন বাবার সন্তানরা বেশিরভাগ স্থুল ও অতিরিক্ত ওজনের হয়।

স্ত্রীরোগ বিশেষজ্ঞ মার্থা হাজরার মতে, স্থুলতা সন্তান উৎপাদনের পথে নারী-পুরুষ উভয়ের জন্যই অন্যতম বাধা। সূত্র : আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.