260540

গাড়ির ইঞ্জিনে ঢুকে আছে বিশাল অজগর সাপ

ডেস্ক রিপোর্ট : ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঞ্চলে। একটি গাড়ির হুডের নীচ থেকে বিশালাকার ওই অজগরটিকে উদ্ধার করে স্থানীয় পশু-প্রাণী সংরক্ষণ সংস্থার সদস্যরা। ইউএস টুডে

জানা যায়, রাস্তায় বের হতেই কিছুটা অস্বাভাবিকভাবেই চলতে শুরু করে গাড়িটা। তবে তা গুরুত্ব না দিয়ে নিজস্ব গতিতে চালাতে থাকেন চালক৷ কিছু দূর যেতেই গাড়িটি বন্ধ হয়ে যায়। এর পর পরীক্ষা করার জন্য ইঞ্জিন কভার খুলতেই চালক দেখেন তার গাড়ির ইঞ্জিন জুড়ে আঁকড়ে বসে আছে বিশালাকার ওই অজগরটি। খবর পেয়ে পুলিশ আসে। তবে অনেক চেষ্টার পরও অজগরটিকে বের করতে ব্যর্থ হন তারা। অবশেষে পরিস্থিতি সামলাতে ডাকা হয় স্থানীয় পশু-প্রাণী সংরক্ষণ সংস্থার সদস্যদের। তারা এসে গাড়ির ইঞ্জিন থেকে উদ্ধার করে অজগরটিকে।

পরে জানা যায় অজগরটি একটি পোষ্য, যেটি তার মালিকের কাছে থেকে পালিয়ে যায়৷ এই ধরনের পোষ্য পালন যুক্তরাষ্ট্রে অবৈধ৷ তাই সাপটির দায়িত্ব নিয়েছে পশু-প্রাণী সংরক্ষণ সংস্থা। আর এ ঘটনাটি ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি শেয়ার করা হয় ২ হাজার বার পর্যন্ত৷ কমেন্ট বক্স ভরে যায় হাজারো কমেন্টে৷ সূত্র : আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.