260559

থার্টিফার্স্টে ঢাকা নগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার বেশকিছু নির্দেশনা দিল ডিএমপি

ডেস্ক রিপোর্ট : থার্টিফাস্ট নাইটে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বেশকিছু নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিল এলাকারও কিছু নির্দেশনা রয়েছে।

১. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোন ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না।

২. ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে।

৩. রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না।

৪. সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যে সকল নাগরিক বসবাস করেন না তাদেরকে ওই এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।

ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নগরবাসীকে এসব নিদের্শনা মেনে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সূত্র: বাংলাদেশ  প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.