260542

মুসলিমবিদ্বেষী দলের ৫ হাজার সদস্য ব্রিটেনে ক্ষমতাসীন দলে যোগ দিয়েছে

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি শেষ হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের পরপরই দলটিতে যোগ দিয়েছেন তারা। ইসলামের প্রতি বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতিবাচক মনোভাবে অনুপ্রাণিত হয়ে তারা ওই দলটিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দলটির একাধিক সদস্য। দ্য গার্ডিয়ান

জানা যায়, ব্রিটেন ফার্স্ট নামের ওই দলটির প্রায় সাড়ে ৭ হাজার সদস্যের মধ্যে প্রায় অধিকাংশই ইসলামবিদ্বেষী। গত বছরও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষজনিত অপরাধের দায়ে দলটির বেশ কয়েকজন নেতাকে কারাগারে যেতে হয়েছিলো।

দলটির একজন মুখপাত্র জানান, আমরা এমন একটি দলকে সমর্থন করবো যারা মৌলবাদী ইসলামের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে আগ্রহী। বর্তমান বরিস জনসনের কনজারভেটিভ পার্টি তা করতে রাজি আছে।

পাঠকের মতামত

Comments are closed.