260562

আন্তর্জাতিক বাজারে এই সাপের দাম দেড় কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট : ভারতের মধ্যপ্রদেশের নরসিংহগঢ় থেকে কোটি টাকা মূল্যের এমন সাপ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, উদ্ধার হওয়া বিষহীন লাল বালির বোড়া সাপটির দাম ১ কোটি ২৫ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা।

রোববার গোপন সূত্রে পেয়ে পুলিশ নরসিংহগঢ়ে তল্লাশি চালায়। ২ ব্যক্তির কাছ থেকে প্লাস্টিকের ব্যাগ থেকে সাপটি উদ্ধার করা হয়। ৩ নাবালক গ্রেপ্তার করা হয় ওই দুজনকে।

প্রাথমিক তদন্তে জানা যায়, সাপটির বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ রুপি। গ্রেপ্তারকৃতরা জানান, সেহোরে জেলা থেকে তারা সাপটি ধরে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিরল প্রজাতির এই বিষহীন সাপটি প্রধানত বিভিন্ন ওষুধ, প্রসাধনী সামগ্রী ও ঝাড়ফুঁকে কাজে লাগে। আন্তর্জাতিক বাজারে এই সাপের চাহিদা বিপুল। অনেকে মনে করেন এই সাপ বাড়িতে রাখা সৌভাগ্যের প্রতীক। একই সঙ্গে এটি ঘরে থাকলে আর্থিক সমৃদ্ধি হয় বলেও বিশ্বাস করে থাকেন।

পাঠকের মতামত

Comments are closed.