260573

নতুন মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য অবস্যই ফেসবুক অ্যাকাউন্ট লাগবে

ডেস্ক রিপোর্ট : মেসেঞ্জার ব্যবহারকারীদের ওপর কড়াকড়ি আরোপ করেছে ফেসবুক। প্রতিষ্ঠানের একজন মুখপাত্রের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট জানিয়েছে, এতোদিন শুধু মোবাইল নম্বর দিয়ে ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করা যেতো। এজন্য ফেসবুকে অ্যাকাউন্ট খোলার কোনো বাধ্যবাধকতা ছিলো না। কিন্তু মেসেঞ্জার ব্যবহারকারীদের সেই সুবিধা বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেসেঞ্জারে নতুন হলে ফেসবুক অ্যাকাউন্ট তৈরির কথা বলা হচ্ছে। না হলে চ্যাট করা যাবে না।

ফেসবুকের ওই মুখপাত্র বলেন, আমরা দেখেছি অধিকাংশ মেসেঞ্জার ব্যবহারকারী ফেসবুকে লগইন করে মেসেঞ্জার ব্যবহার করছেন। প্রক্রিয়াটিকে আরও সহজ করতে চাই আমরা। তবে যারা এখন ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহার করছেন, তাদের মেসেঞ্জার সুবিধা বন্ধ হবে না। নিয়মটা নতুনদের জন্য।

পাঠকের মতামত

Comments are closed.