260598

২২ হাজার পর্ন ও ২ হাজার জুয়ার সাইট বন্ধ করেছে সরকার, বললেন মোস্তাফা জব্বার

ডেস্ক রিপোর্ট : প্রায় ২২ হাজার পর্ন এবং দুই হাজার জুয়ার সাইট বন্ধ করেছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ অধিদফতরের একটি প্রকল্পের মাধ্যমে এ পদক্ষেপ নেওয়া হয়।

একইভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ক্ষতিকর কনটেন্ট প্রযুক্তির মাধ্যমে যতটুকু সম্ভব বন্ধ করা হচ্ছে। তবে প্রযুক্তি দিয়ে ইন্টারনেট নিরাপদ রাখার পাশাপাশি ব্যবহারকারীদেরও বিপদ থেকে আত্মরক্ষার উপায় জানতে হবে, জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সম্প্রতি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইন্টারনেটবিষয়ক নিরাপত্তা জ্ঞান শুধু ব্যক্তিগত প্রয়োজনেই নয়, ভবিষ্যতে একটি পেশা হিসেবেও কাজ করবে। এ জন্য ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিওর সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি প্রমুখ।

পাঠকের মতামত

Comments are closed.