260647

তেজপাতার সাহায্যে দাঁতের হলদে ভাব দূর করা এ যেনো আরেক নতুন কৌশল!

ডেস্ক রিপোর্ট : দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করি। আজ থেকে আর কিছুই করতে হবে না, সাধারণ তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর করা যায়।
এজন্য তেজপাতাকে মেশাতে হবে কোনো টক ফলের সঙ্গে। যেমন- কমলা বা লেবুর খোসা। চলুন তবে জেনে নেয়া যাক দাঁত সুন্দর করতে তেজপাতা কীভাবে ব্যবহার করবেন-

উপকরণ: তেজপাতা ৪টি, কমলা ও লেবুর খোসা তেজপাতার সম পরিমাণ,মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২ থেকে ৩ টি।

প্রণালী: তেজপাতা বেটে বা মিহি গুঁড়ো করে নিন। কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন। সব উপকরণ সামান্য লবণসহ একত্রে মিশিয়ে নিন। ফলের খোসা শুকিয়ে নেয়া জরুরি। কাঁচা অবস্থায় দাঁতের ক্ষতি করবে।

ব্যবহার বিধি
এই গুঁড়োটি সামান্য পানির সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করে সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করাই যথেষ্ট। ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.