260813

গাঁজার হাসপাতাল এবার থাইল্যান্ডে!

ডেস্ক রিপোর্ট : গাঁজা ব্যবহার করে চিকিৎসার জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল খুলেছে থাইল্যান্ড। বিশ্বে এই ধরনের হাসপাতাল এটাই প্রথম। চিকিৎসা ক্ষেত্রে গাজা ব্যবহার শিল্পের উন্নয়নের জন্য আজ সোমবার (৬ জানুয়ারি ২০২০) এ হাসপাতাল চালু করলো থাই কর্তৃপক্ষ।

থাই জনস্বাস্থ্যমন্ত্রী আনুতিন চারনভিরাঙ্কুল বলেন, ‘এটা পাইলট প্রকল্পের হাসপাতাল, কারণ আমরা গাঁজা বিশেষজ্ঞ পর্যাপ্ত চিকিৎসক পাইনি।’

তিনি জানান, প্রথম দুই সপ্তাহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

ঐতিহ্যগতভাবে থাইল্যান্ডে ব্যথামুক্তি ও অবসাদ দূর করতে গাঁজা ব্যবহার করা হয়। কৃষিখাতের আয় বৃদ্ধির জন্য ২০১৭ সালে গাঁজাকে চিকিৎসায় ব্যবহার ও গবেষণা কাজে ব্যবহারের বৈধতা দেয় দেশটি। থাইল্যান্ডে গাঁজা ব্যবহার করে চিকিৎসার জন্য ২৫টি ক্লিনিক রয়েছে। তবে বিশেষজ্ঞ কর্মীর অভাবে এগুলো সপ্তাহে দু-একদিন খোলা থাকে।

গাঁজা চাষ, উৎপাদন ও বিক্রির জন্য থাইল্যান্ডে সীমিত পরিসরে লাইসেন্স দেয়া হয়। তবে গত বছর থাই সরকার মাদক তালিকা থেকে গাঁজাকে বাদ দিয়েছে। এরপরই প্রতি বাড়িতে ছয়টি গাঁজার চারা আবাদের সুযোগ দেয়ার জন্য খসড়া আইন তৈরি করা হয়।

পাঠকের মতামত

Comments are closed.