260866

আগামী ১৩ জানুয়ারি চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

ডেস্ক রিপোর্ট : বরগুনায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। ১৩ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
আসামিরা হলেন- রাশিদুল হাসান রিশান ফরাজী, মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার, মো. আবু আবদুল্লাহ রায়হান, মো. ওলিউল্লাহ অলি, জয় চন্দ্র সরকার চন্দন, মো. নাইম, মো. তানভীর হোসেন, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাতুল সিকদার জয় ও আরিয়ান হোসেন শ্রাবণ।

বুধবার সকালে অভিযোগ গঠন করেন শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। এ সময় অপ্রাপ্তবয়স্ক ১৩ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। অভিযোগ পড়ে শোনানোর পর তাদের আবারো কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, দেশব্যাপী আলোচিত এ মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত।

তিনি আরো বলেন, ১ জানুয়ারি এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় রিফাতের বাবার করা মামলায় ২৪ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

অভিযুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও অপ্রাপ্তবয়স্ক আসামি প্রিন্স মোল্লা উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে রয়েছেন। সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.