260846

ইরানে বিধ্বস্ত উড়োজাহাজের ১৮০ আরোহীর কেউ বেঁচে নেই (দেখুন ভিডিওসহ)

ডেস্ক রিপোর্ট : ইরান থেকে উড্ডয়নের পর তেহরানের কাছে ইউক্রেনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই ১৮০ আরোহীর সবাই নিহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ইরানের ইমাম খামেনি আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ১৮০ যাত্রী ও ক্রু নিয়ে উড্ডয়ন করেছিল। এটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে যাত্রা করছিল।

বুধবার ফার্স নিউজ এজেন্সি টুইটারে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং-৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানটি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের।

মঙ্গলবার রাতে বিবিসির এক ইরান বিষয়ক সংবাদদাতা এই ঘটনার কথা জানিয়ে বলেছেন, উড়োজাহাজটি তেহরান থেকে উড্ডয়ন করার কয়েক মিনিট পরেই প্রযুক্তিগত সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছিল। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.