260831

ভারতে ৪ ধর্ষকের ফাঁসি কার্যকর আগামী ২২ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট : ভারতে দিল্লিতে নির্ভয়া ধর্ষণ রায়ে অভিযুক্ত ৪ জনকে ফাঁসি কার্যকরের আদেশ দিয়েছে আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় চার অভিযুক্তকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

অভিযুক্তরা হচ্ছে পবন গুপ্ত, মুকেশ সিংহ, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর সিংহ। বর্তমানে তিহাড় জেলে রাখা হয়েছে তাদের।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীকে গণধর্ষণ করে চার অভিযুক্ত জন।

চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর মারা যান ধর্ষণের শিকার ওই তরুণী। সংবাদমাধ্যমে নির্ভয়া নামে পরিচিত হয়ে ওঠেন তিনি।

এই ঘটনার প্রতিবাদে গোটা ভারত ফুঁসে উঠে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দাবি উঠে সাধারণ জনতার মধ্যে। পরবর্তীতে সেই মামলায় অভিযুক্ত চারজনকে ফাঁসির রায় দেয় সুপ্রিম কোর্ট। ২০১৭ সালে সেই রায়ের আপিলও খারিজ হয়ে যায়।

এই প্রেক্ষিতে যত দ্রুত সম্ভব দোষীদের ফাঁসি কার্যকর করতে পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জানিয়েছিলে নির্ভয়ার পরিবার। গত ১৮ ডিসেম্বর সেই আবেদনের শুনানি শুরু হলে, ৭ জানুয়ারি পর্যন্ত রায় স্থগিত রাখেন বিচারক।

সেই সময় আদালতের মধ্যেই ভেঙে পড়েছিলেন নির্ভয়ার মা আশা দেবী। কাঁদতে কাঁদতে বিচারককে প্রশ্ন করেন, ‘যেখানেই যাচ্ছি অপরাধীদের অধিকারের কথা শোনানো হচ্ছে আমাদের। আমাদের অধিকারের কী হবে? ’ আইনের কাছে তাদের হাত বাঁধা বলে সেইসময় তাকে সান্ত্বনা দেন বিচারক।

আজ মঙ্গলবার সকালে আদালতে বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়। তিহাড় জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের সঙ্গে কথা বলে চার দোষী। তাদের বক্তব্য শোনার পর বিকেল ৫টার দিকে শাস্তি কার্যকর করার এই রায় দেন বিচারক।

পাঠকের মতামত

Comments are closed.