260908

দুই কোটি ৯২ লাখ টাকা শেন ওয়ার্নের ব্যাগি ক্যাপের দাম

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ায় ভয়াভহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অস্ট্রেলিয়ান ক্রীড়াঙ্গন এগিয়ে আসছিলো। ক্রিস লিন, ম্যাক্সওয়েল, আর্চি শট থেকে টেনিস তারকা অ্যাশলে বার্টিসহ বড় বড় তারকারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। এমতাবস্থায় ফান্ড তৈরী করতে নিজের বগি ক্যাপ নিলামে উঠিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।

ক্রিকেটারদের কাছে টেস্টে ক্রিকেটের এই ক্যাপটা খুবই মূল্যবান। ওয়ার্নের নিলামে তোলা ক্যাপটি ইতোমধ্যে ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশ টাকায় ২ কোটি ৯২ লাখের বেশি) মূল্য উঠেছে। যদিও নিলামের সময় রয়েছে আরও দু’দিন। জানা গেছে, ওয়ার্নের পাশাপাশি দেশটির আরেক কিংবদন্তি পেসার জেফ থমসনও তার ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তুলেছেন।

এদিকে ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তুলে ওয়ার্নই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম পেয়েছেন। এর আগে ২০০৩ সালে লিজেন্ড ডন ব্র্যাডম্যানের ক্যাপ নিলামে তোলা হলে ৪ লাখ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার উঠে আসে।

৫০ বছর বয়সী ওয়ার্ন টেস্টে ৭০৮ উইকেট নিয়ে অজিদের সবচেয়ে সফল বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন। এছাড়া টেস্ট ইতিহাসে সবচেয়ে সেরা লেগস্পিনার হিসেবেও তাকে মানা হয়।

পাঠকের মতামত

Comments are closed.