260878

ব্লাক বক্স বোয়িংকে হস্তান্তর করবে না বলে ঘোষণা দিয়েছে তেহরান

ডেস্ক রিপোর্ট : বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির বিধ্বস্তের কারণ অনুসন্ধান করার প্রতিশ্রুতি দিয়েছিলো ইউক্রেন এবং কানাডার নেতৃবৃন্দ। কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, সারকার ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে জনগণকে বিষয়টি জানানো হবে। তবে বৃহস্পতিবার ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে যে তারা ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এর ফ্লাইট রেকর্ডারকে হস্তান্তর করবে না। দ্য গার্ডিয়ান

ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার উড্ডয়নের পর ইউক্রেইনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৭৬ আরোহীর সবাই নিহত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে ইউক্রেন ও কানাডার নাগরিকই বেশি ছিলো। কারিগরি সমস্যার কারণে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিশ্চিত করেছিলো।

পাঠকের মতামত

Comments are closed.