260933

অল্প আদরেই ফুলে উঠে এই মাছ

ডেস্ক রিপোর্ট : একটু আদর পেলেই ফুলে উঠে এক প্রজাতির মাছ। টেট্রাওডনটিডে পরিবারের অন্তর্গত মাছগুলোর বাস গভীর সমুদ্রে। এই পরিবারের মধ্যে প্রায় ২০০ প্রজাতির মাছ আছে। এদের পাফ ফিশ, পাফার, বেলুন ফিস, ব্লো ফিশ, বাবল ফিশ, গ্লোব ফিশ-সহ নানান নামে ডাকা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, মাছটি ধরে তার মাথায় গায়ে হাত বোলাতেই ফুলে উঠছে এটি। বিপদ এড়াতেই মাছগুলো বেলুনের মতো ফুলে উঠে।

তবে এর আগেও এই মাছের ছবি, ভিডিও বিভিন্ন ওয়াল্ডলাইফ চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। ন্যাশনাল জিওগ্রাফিকের ইউটিউব চ্যানেলেও এই পাফ ফিশ নিয়ে ভিডিও পাওয়া যায়। যেখানে দেখা যাচ্ছে, শিকারির হাত থেকে বাঁচতে কীভাবে নিজের শরীরকে ফুলিয়ে নিচ্ছে একটি পাফ ফিশ। শেষ পর্যন্ত সে এই কৌশলে বেঁচেও যায়। সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.