260954

কেনিয়ায় পঙ্গপালের ভয়ংকর আক্রমণে ৮০ হাজার হেক্টরের ফসল ধ্বংস!

ডেস্ক রিপোর্ট : কেনিয়ায় পঙ্গপাল বা ঘাসফড়িংয়ের ভয়ংকর আক্রমণে ৮০ হাজার হেক্টর জমির ফসল ধ্বংস হয়েছে। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ফসলের ওপর আক্রমণ শুরু করে। এরইমধ্যে দেশটির উত্তর অঞ্চলের ফসলি জমি চারণভূমিতে পরিণত হয়েছে।

শুক্রবার কেনিয়ার কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, আক্রান্ত এলাকায় হেলিকপ্টার দিয়ে কীটনাশক ছিটানো হয়েছে। তবুও পঙ্গপালের আক্রমণ থামছে না। এখন পঙ্গপালগুলো উওর দক্ষিণ ও পশ্চিমে অঞ্চলের গরিসা, ইসিওলো ও সাম্বুর অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

এতে খাদ্য উৎপাদন ও ফসলী জমি হুমকির মুখে পড়েছে।খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানুয়ারির প্রথম সপ্তাহে জানায়, সোমালিয়ায় পঙ্গপালের ঝাঁকগুলো পরিপক্ক ও বংশবৃদ্ধি করবে। তখন কেনিয়ার জন্য খাদ্য উৎপাদনে আরো ঝুঁকি বাড়বে। এমনকি কেনিয়ার প্রেতিবেশী দেশ উগান্ডা ও দক্ষিণ সুদানে পঙ্গপালের আক্রমণ হতে পারে। এরইমধ্যে সোমালিয়া ও ইথিওপিয়ায় ১২ হাজার হেক্টর জমির ফসল ধ্বংস করেছে এসব পঙ্গপাল। যা ৭০০ বছরের ইতিহাসে দেখা যায়নি।

সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.