261142

মার্চে বৃষ্টি হলেই চলমান দাবানল থেকে মুক্তি পাবে অস্ট্রেলিয়ান বাসী!

ডেস্ক রিপোর্ট : আগামী মার্চ মাসে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস। আর এই বৃষ্টি হলেই চলমান দাবানল থেকে মুক্তি পেতে পারে অস্ট্রেলিয়ান বাসী। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া আবহাওয়া অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

বৃষ্টির পূর্বাভাসের বিষয়ে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানায়, দেশটির পূর্ব উপকূলীয় এলাকায় আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ । তবে অস্ট্রেলিয়ান আবহাওয়া অফিস জানিয়েছে, এবারের দাবানল নিভতে প্রয়োজন প্রচুর পরিমাণে বৃষ্টি। এদিকে বর্তমানে অস্ট্রেলিয়ায় দাবানলের তীব্রতা কিছুটা কম হলেও আসছে সপ্তাহগুলোতে এর পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ২৭ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান। সূত্র : ইত্তেফাক

পাঠকের মতামত

Comments are closed.