261171

এই মাছ সমুদ্রের তলদেশ থেকে বয়ে আনে ধ্বংসের বার্তা, ফের সুনামি আতঙ্ক ছড়াচ্ছে জাপানে!

ডেস্ক রিপোর্ট : আবারও সমুদ্রথেকে উঠে এল সেই মাছ। যাকে কি না জাপানের মানুষ মনে করেন, সমুদ্রের ভগবানের দূত। জাপানি ভাষায় মাছটির নাম রিউগু নো সুকাই। জাপানিরা মনে করে এই মাছ সমুদ্রের তলদেশ থেকে বয়ে আনে ধ্বংসের বার্তা। কারণ, বিধ্বংসী সুনামির আগে সেবার এই মাছ সমুদ্র থেকে ডাঙায় উঠে এসেছিল। এবারও সমুদ্র থেকে উঠে এসেছে এই মাছ। ফলে ফের সুনামি আতঙ্ক ছড়াচ্ছে জাপানে।

মাছটি ধরা পড়েছে জাপানের তোয়ামা এলাকায়। ওরফিশ সাধারণত বিরল প্রজাতির মাছ। তবে বিজ্ঞানীরা সুনামির সম্ভাবনার যুক্তি উড়িয়ে দিয়েছেন ওরফিশের সঙ্গে।

কিন্তু জাপানের মানুষের একাংশ বিশ্বাস করে, ওরফিশ সমুদ্র থেকে উঠে আসে কোনও অশনী সংকেত সঙ্গে নিয়ে। গতবারও ওরফিশ উঠে আসা কিছুদিনের মধ্যেই সুনামি হয়েছিল। খবর: জিনিউজ

পাঠকের মতামত

Comments are closed.