261201

১০ জোড়া বিয়ে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও

ডেস্ক রিপোর্ট : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১০ জোড়া যুবক-যুবতীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বাদ আসর এ বিয়ের আয়োজন করা হয়। জাগো নিউজ

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, পারস্পরিক সম্মতিতে ইজতেমা ময়দানে সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা ও খেজুর বিতরণ ও দোয়া করা হয়। মাওলানা শামীম তাদের বিয়ে পড়ান।

ইজতেমার প্রথম পর্বে ৯৬ জোড়া বিয়ে সম্পন্ন হয়েছিলো। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে যৌতুকবিহীন বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেন ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকরা। ইজতেমার দ্বিতীয় পর্বে ১০ জোড়া যৌতুকবিহীন বিয়ে। তবে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্ব ইজতেমায় বিয়ে বন্ধ ছিলো।

পাঠকের মতামত

Comments are closed.