261220

দুটি চোখ অন্ধ হলেও মোটরসাইকেল মেরামতে পারদর্শী এই যুবক

ডেস্ক রিপোর্ট : ‘চিকিৎসার অভাবে আমার দুটি চোখ নষ্ট হয়ে যায়। ছোটবেলায় আমি হামে আক্রান্ত হই। তারপরই চিকিৎসার অবহেলায় অন্ধত্ববরণ করি। আমার বাবার একজন সাইকেল মেকানিক ছিলেন। তার কাছ থেকে আমি প্রথমে সাইকেল মেরামতের কাজ শিখি। এরপর মোটর মেকানিকের কাজ আস্তে আস্তে রপ্ত করি।’ নিজ জীবন সম্পর্কে এভাবেই জানাচ্ছিলেন এমেকা আবুগু।

ইচ্ছাশক্তি যেকোনো প্রতিবন্ধকতাকেই হার মানায়। তারই প্রমাণ দিয়েছেন দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার এই ব্যক্তি। জন্মের পরপরই হামে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে অন্ধ হয়ে যান তিনি। তবে অদম্য ইচ্ছাশক্তির কারণে তার পিছু হাঁটতে হয়নি। এমনকি কারো অনুদান কিংবা সাহায্যেরও প্রয়োজনও হয়নি তার। জীবন যুদ্ধে সেই যেন এক প্রকৃত সুপার হিরো।

প্রতিবন্ধকতা নিয়েও তিনি দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য এক মোটর মেকানিক হিসেবে প্রতিষ্ঠিত। সেইসঙ্গে তিনি মোটসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশও বিক্রি করে থাকেন। এমেকা আবুগু বলেন, দৃষ্টি হারানো সত্ত্বেও আমি এই ব্যবসায়ে প্রতিষ্ঠিত। ক্রেতারা আমাকে বিশ্বাস করে যন্ত্রপাতি ক্রয় করেন।

৩৭ বছর বয়সী এমেকা তার গ্যারেজে নিজস্ব কর্মশালাও প্রতিষ্ঠা করেছেন। যেখানে তিনি অন্যদেরও মোটর মেকানিক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এমেকা জানান, তিনি বিয়ে করেছেন। দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেও কিন্তু তিনি পুরুষত্ব হারাননি। তদুপরি, আমার দুটি যমজ সন্তানও রয়েছে। বর্তমানে এমেকা সাত সন্তানের বাবা।

পরিশ্রমের অর্থ দিয়ে একটি ছোট্ট বাড়িও তৈরি করেছেন তিনি। তবে সে তার সন্তাদের পড়ালেখার বিষয় নিয়ে বেশ চিন্তিত। তার মতে, সরকারি এবং বেসরকারি কারো সহায়তায় পেলে তিনি সন্তানদের শিক্ষিত বানাবেন। এমেকা তার শৈশবে চিকিৎসাটুকুও পায়নি, সেখানে পড়ালেখা তো ছিল স্বপ্ন! তবে নিজের সন্তানদেরকে পড়ালেখা শেখাতে আপ্রাণ চেষ্টা করবেন এই লড়াকু সৈনিক। সূত্র: টকঅবনাইজা

পাঠকের মতামত

Comments are closed.