261267

দিনাজপুরে বিলুপ্তপ্রায় সাদা রঙের একটি রাতপেঁচা উদ্ধার

ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের কাহারোলে বিলুপ্তপ্রায় সাদা রঙের একটি রাতপেঁচা উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের খরচন্দা গ্রাম থেকে পেঁচাটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, খরচন্দা গ্রামর বিমল চন্দ্র রায় সন্ধ্যায় তার বাড়ির সামনে একটি তাল গাছ কাটছিলেন। এ সময় তীব্র শীতে জবুথবু অবস্থায় ওই গাছ থেকে পেঁচাটি নিচে পড়ে যায়। সাদা প্রজাতির পেঁচাটির নাম রাতপেঁচা বলে জানিয়েছে স্থানীয়রা।

পেঁচাটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর অনেক মানুষ সেটি দেখতে ভিড় করেন। পরে পেঁচাটি বিমল চন্দ্র রায় নিজ বাড়িতে একটি খাঁচায় রাখেন। সোমবার সকালে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

কাহারোল উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইনলাম বলেন, তীব্র শীত, খাদ্যের অভাব এবং বন-জঙ্গল কেটে ফেলার কারণে পেঁচাটি তাল গাছে আশ্রয় নিয়েছিল। বিমল চন্দ্র রায় পেঁচাটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। রাতপেঁচা আমাদের দেশে বিলুপ্ত হয়ে যাচ্ছে। পেঁচাটি বনে অবমুক্ত করা হবে।

পাঠকের মতামত

Comments are closed.