261291

‘ভাইরাসটি মানববাহিত‘ মরদেহ পরীক্ষার পর নিশ্চিত করল চীন

ডেস্ক রিপোর্ট : ২০০২ সালে চীন থেকেই সার্স ভাইরাসে বিশ্বে  ছড়িয়ে পড়ার পর ৮শ মানুষ মারা গেলেও দেশটির বিজ্ঞানী ঝং নানশান, এবার মানববাহিত করোনা ভাইরাস চীন থেকে থাইল্যান্ড, দক্ষিণ কোরিয় ও জাপানে ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়লেও কঠোর তদারকি ও ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের পৃথকীকরণের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে পারলে করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব। আর এ ভাইরাসটি সনাক্ত করতে মাত্র দুই সপ্তাহ সময় লেগেছে বলে জানান ঝং। সিএনএন/ইওন

বেইজিং ও সাংহাই শহরে করোনায় এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ২শ। অস্ট্রেলিয়া আশঙ্কা করে বলছে চন্দ্র নববর্ষের ছুটিতে চীনা নাগরিকদের বিদেশে ভ্রমণের সময় করোনা আরো ছড়িয়ে পড়তে পারে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ সাবধানতা অবলম্বন করেছে। উহানে করোনায় আক্রান্ত এক ব্যক্তির অবস্থা এখনো গুরুতর। শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া ও তীব্র শ্বাসকষ্ট হলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে বলা হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.