261293

হোয়াটসঅ্যাপের ম্যাসেজ ও স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা বাতিল করল ফেসবুক

ডেস্ক রিপোর্ট : ৬ বছর আগে ২০১৪ সালে ব্রায়ান অ্যাক্টন ও জান কোমের থেকে ২২ মিলিয়ন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। সংস্থাটি ম্যাসেজিং প্ল্যাটফর্মের ম্যাসেজ ও স্ট্যাটাস প্লাটফর্মে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা নেয়। ইউএনবি

বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা নেয় কিন্তু হোয়াটসঅ্যাপ এর সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন ও জান কোম সিদ্ধান্তটি মেনে নিতে না পেরে ২০১৭ সালে সংস্থা ছেড়ে বেরিয়ে যান।

হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিলো। অবশেষে হোয়াটসঅ্যাপের ম্যাসেজ ও স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা বাতিল করল সংস্থাটি।

হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠিত বিশেষ দলটি ভেঙে দেয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে দলটির সমস্ত কাজ মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।

পাঠকের মতামত

Comments are closed.