261315

চীনের ‘করোনা’ ভাইরাস যুক্তরাষ্ট্রেও হানা দিলো, মৃত এক

ডেস্ক রিপোর্ট : চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডের পর মার্কিন যুক্তরাষ্ট্রে হানা দিয়েছে চীনের রহস্যজনক ভাইরাস ‘করোনা’। এরইমধ্যে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এক মার্কিন নাগরিক মারা গেছেন। ওই নাগরিক চীনের উহান শহর থেকে দেশে ফিরেছিলেন বলে জানায় দেশটি।-খবর আলজাজিরা, সিএনএন’র।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা জানায়, ১৫ জানুয়ারি উহান শহর থেকে দেশে আসে ওই মার্কিন ব্যক্তি। যার বয়স ৩০ বছর। পরে এ ব্যক্তির চিকিৎসা ওয়াশিংটনে করা হয়। তার ভ্রমণের ইতিহাস ও রোগের উপসর্গের ভিত্তিতে প্রথমে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সন্দেহ করেন। এরপর এক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন তারা।

এদিকে বিবিসি জানায়, গত ডিসেম্বর উহান শহরেই ‘করোনা’ ভাইরাস প্রকাশ্যে আসে। এখনো চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রতিবেদনে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ‘করোনা’ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি। এছাড়া ভাইরাল নিউমোনিয়ার লক্ষণ দেখা দেবে। এটি অনেক শক্তিশালী ভাইরাস। যা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের ভাইরাসের চেয়েও জটিল। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.