261313

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হলেন মৎস্যজীবী

ডেস্ক রিপোর্ট : সুন্দরবনে বাঘের হানায় এক মৎস্যজীবী নিহত হয়েছেন। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হলেন স্থানীয় এক মৎস্যজীবী। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বসিরহাট রেঞ্জের কাঁকসার জঙ্গলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘের হানায় নিহত মৎস্যজীবীর নাম রামপদ মণ্ডল। মঙ্গলবার ৩ জন মৎস্যজীবী কাঁকড়া শিকার করতে জঙ্গলে যায়। সঙ্গীদের সঙ্গে রামপদ মণ্ডলও জঙ্গলে নেমে কাঁকড়া ধরছিলেন। আচমকা জঙ্গল থেকে বেরিয়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার তার উপর লাফিয়ে পড়ে। বাঘের অকস্মাৎ আক্রমণে গুরুতর জখম হন ওই মৎসজীবী। সঙ্গীদের সাহায্যে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তাকে। তাকে উদ্ধার করে বাকি দুই মৎস্যজীবী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নৌকোতেই মৃত্যু হয় রামপদের।

অপরদিকে, বাঘের আক্রমণে মৎস্যজীবীর মারা যাওয়ার খবর পেয়ে এলাকায় যান বন অধিদফতরের কর্মীরা। নিহত ব্যক্তি ও তার সঙ্গীদের জঙ্গলে ঢুকে কাঁকড়া ধরার অনমুতি ছিল কিনা খতিয়ে দেখেন বন অধিদফতরের কর্মীরা। তাছাড়া মৎস্যজীবীরা বন অধিদফতরের অনুমতি ছাড়া সুন্দরবনের জঙ্গলে ঢোকেন। কোন এলাকায় যাওয়া যাবে আর কোথায় যাবে না, তা নিয়ে বিস্তারিত ভাবে বলে দেওয়া থাকে কর্মীদের পক্ষ থেকে।

কিন্তু অনুমতি ছাড়াই যারা জঙ্গলে যান, তাদের ক্ষেত্রে নিহত হওয়ার পর সরকারি ক্ষতিপূরণ মেলে না। তাই বাঘের আক্রমণে নিহত রামপদ মণ্ডলের জঙ্গলে ঢুকে কাঁকড়া ধরার অনুমতি ছিল কিনা খতিয়ে দেখছে বন অধিদফতর। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.