261376

গাঁজা সেবনকারীদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা, বন্তব্য বিজ্ঞানীদের

ডেস্ক রিপোর্ট : যুগান্তকারী এক পরিসংখ্যান বলছে গাজাসেবন ও সিগারেটের স্বাস্থ্য ঝুঁকি একই। এমনকি গাজা পক্ষাঘাতেরও কারণ হয়ে দাঁড়াতে পারে বলে এক শীর্ষ মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞ ড. মুথিয়া ভারুগানাথন বলছেন যুক্তরাষ্ট্রে অন্তত ২০ লাখ গাজাসেবী হৃদরোগ ও পক্ষাঘাতের অতি ঝুঁকিতে রয়েছে। স্টার ইউকে

পরিসংখ্যানে স্বাস্থ্যবিশেষজ্ঞরা পর্যালোচনা করে বলছেন, যুক্তরাষ্ট্রে গাজা সেবনের পর হৃদরোগে আক্রান্ত হয়ে গত বছর ৪০ জন মারা গেছে এবং দুই হাজার ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে হৃদরোগ বিশেষজ্ঞরা রোগীদের গাজা সম্পর্কে সাবধান করে দিতে শুরু করেছেন। কোনো চালক গাড়ি চালনা অবস্থায় গাজা খেলে জরিমানা আদায় করা হচ্ছে ৫ হাজার পাউন্ড। সূত্র : আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.