261443

রাখাইনে ব্যাপক হারে মহিষ মরছে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে!

ডেস্ক রিপোর্ট : চীন থেকে ছড়ানো করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইনে অজ্ঞাত রোগে ব্যাপক হারে মারা যাচ্ছে মহিষ। কেবল একটি গ্রামেই ২ শতাধিক মহিষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর নারিনজারার

প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের মেবন শহরের ইয়ো চাং ওয়ারা থায়া গ্রামে মহিষের এই মহামারী দেখা দিয়েছে।

কি কারণে এসব মহিষের মৃত্যু হচ্ছে তা কেউ বলতে পারছেন না। স্থানীয় কৃষক ইউ শাক হোসু জানিয়েছেন, মৃত্যুর আগে কেবল চারটি উপসর্গ দেখা যায়। মৃত্যুর আগে এসব মহিষ কাঁপতে থাকে, জিহ্বা বের করে হাঁপাতে থাকে এবং গলা ও পেট ফুলে যায়।

সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান উত্তেজনার কারণে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে গেলে মহিষের এই মড়ক বেড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। সূত্র : বিডি প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.