261497

প্রথম আঘাত হানে ‘চোখে’ এই মরণব্যাধি করোনা ভাইরাস!

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস বর্তমানে এক আতঙ্কের নাম। জানেন কি? এই মরণব্যাধি ভাইরাসটি প্রথমে চোখে ছড়ায়। এমনই তথ্য জানালেন চাইনিজ ডা. ওয়াং গুয়াংফা। তার মতে, এই সংক্রমণ থেকে বাঁচতে প্রথমে চোখকে সুরক্ষিত রাখতে হবে।

করোনা ভাইরাসে আক্রান্ত এমন ব্যক্তি বা বস্তুকে স্পর্শ করার পর ওই হাত চোখে লাগালেই ভাইরাসটি চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করবে। এছাড়াও হাঁচি ও কাশির মাধ্যমে প্রথমে চোখে ও পরে গলায় আঘাত হানে ভাইরাসটি। চীনে এই পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষ করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন প্রায় ৯০০ রোগী।

লন্ডনের ইম্পেরেয়িাল কলেজের অধ্যক্ষ পল কেলামের মতে, হাঁচি ও কাশির মাধ্যমে এই ভাইরাসটি বেশি ছড়িয়ে থাকে। কারণ নাকের সঙ্গে চোখের সম্পৃক্ততা রয়েছে। তিনি আরো বলেন, নিঃশ্বাসের সাহায্যেই ভাইরাসটি প্রথমে চোখে প্রবেশ করে অতঃপর শরীরে। এর লক্ষণ হিসেবে সর্দি-জ্বর প্রকাশ পায়। এজন্য মাস্কের পাশাপাশি চোখ সুরক্ষায় চশমাও ব্যবহার করতে হবে। সূত্র: ডেইলিমেইল

পাঠকের মতামত

Comments are closed.