261541

কান দেখে রোগ বুঝার উপায় জেনেনিন!

ডেস্ক রিপোর্ট : কান দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এর মাধ্যমেই আমরা শুনতে পারি। তবে জানলে অবাক হবেন, এই কান দেখেই বুঝতে পারবেন আপনি কোন রোগে ভুগছেন।
কান নিশ্চয় পরিষ্কার করেন! সেই কানের ময়লার রঙ দেখেই নিশ্চিত হতে পারবেন, আপনার দেহে বাসা বাঁধা রোগ সম্পর্কে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক কীভাবে বুঝবেন-

> যদি কানের ময়লার রঙ যদি ধূসর হয়, তবে চিন্তার কিছু নেই। বাইরের ধুলা-বালির কারণে এমনটা হতে পারে।

> যদি দেখেন কান খেকে বের করা ময়লায় সামান্য রক্তের মিশ্রণ রয়েছে, তবে বুঝতে হবে কানের ভেতরে কোনো সমস্যা তৈরি হয়েছে। এটা তারই ইঙ্গিত। এক্ষেত্রে চটজলদি চিকিৎসকের পরামর্শ নিন।

> আপনি বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তা জানান দেবে কানের ভেতর থাকা খয়েরি রঙের ময়লা। তাই একটু কাজের চাপ কমিয়ে ফেলুন। বেশি ভালো হয় কোথাও ঘুরে আসলে।

> কানের ময়লার রঙ যদি সাদা হয়, তবে বুঝতে হবে যদি আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

> যদি দেখা যায় কানের ময়লা বের করার সময় একটু পানি পানি ভাব। তবে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনো গুরুতর সমস্যা রয়েছে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.