261683

এসএসসিতে মুখ দিয়ে পুরোদমে লিখছে ঈশ্বর

ডেস্ক রিপোর্ট : ছোটবেলায় মা-বাবাকে হারায় ঈশ্বর কুমার। জন্মের পর থেকে তার হাত দুটো অকেজো। পা দুটি থেকেও না থাকার মতো। কোনোভাবে সে হাঁটাচলা করতে পারে। কিন্তু এসব প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। এবার এসএসসি পরীক্ষায় বসেছে এ শারীরিক প্রতিবন্ধী। দমে যাওয়ার পাত্র সে নয়, স্বাভাবিক পরীক্ষার্থীর মতোই উত্তরপত্রে পুরোদমে লিখছে।

ঈশ্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের প্রফুলত চন্দ্র সূত্রধরের ছেলে। সে খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

সোমবার উল্লাপাড়া এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিকল্প ব্যবস্থায় ঈশ্বরের পরীক্ষা নেয়া হয়েছে। তাকে আলাদা একটি টেবিল সামনে দিয়ে পরীক্ষার সুযোগ করে দেয়া হয়। মুখ দিয়ে কলমের পেছনের অংশ কামড়ে খাতায় লেখে। লেখার সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারীরা পৃষ্ঠা উল্টিয়ে দেন। খুব দ্রুতই সে লিখতে পারে।

এর আগে মুখ দিয়ে লিখেই পিইসি ও জেএসসি পরীক্ষায় পাস করেছে অদম্য এ মেধাবী। সে ভবিষ্যতে আইনজীবী হতে চায়।

ঈশ্বর জানায়, তার স্কুলের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ঘোষ পড়াশোনা বিনা বেতনে করে দিয়েছেন। এমনকি একই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ইউসুফ আলী মন্টু ষষ্ঠ শ্রেণি থেকেই নানাভাবে সহযোগিতা করছেন।

ঈশ্বরের বাবার নিজস্ব কোনো জমি নেই। অন্যের জমিতে ঘর করে থাকতে হতো। মা-বাবার মৃত্যুর পর একই গ্রামে বসবাসকারী তার বোন রিভা রানী সূত্রধর তাকে লালন-পালন করছেন। তারা তিন বোন দুই ভাই। ভাইদের মধ্যে সেই ছোট। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.