261754

চুল খুশকিমুক্ত করতে শ্যাম্পুর আগে তেল ব্যবহার করুন

ডেস্ক রিপোর্ট : অন্য সময়ের তুলনায় শীতে চুল বেশি রুক্ষ হয়ে পড়ে। এ কারণেই এসময় চুল পড়া, খুশকি ও রুক্ষ হয়ে যাওয়ার সমস্যায় নারী পুরুষ সবাই ভুগেন।
এছাড়াও ঠাণ্ডা লাগার ভয়ে শীতে অনেকেই শ্যাম্পু করতে আলসেমী করেন। ফলে মাথার ত্বকে জমে থাকে বাড়তি তেল। তবে কিছু নিয়ম মেনে চললেও শীতে চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলবে-

সারা বছর কম তেল মাখলেও শীতে মাথায় নিয়মিত তেল ব্যবহার করুন। শুষ্ক আবহাওয়ার কারণে এসময় মাথার ত্বক থেকে মরা চামড়া উঠতে থাকে। তারপর যদি তেল ব্যবহার না করা হয় তবে খুশকি আরো বাড়তে থাকবে। তেলই শীতে চুলের ‍রুক্ষভাব ও খুশকি দূর করার অন্যতম উপকরণ।

সপ্তাহে তিন দিন নারকেল তেল ও ক্যাস্টর অয়েল গরম করে ব্যবহার করুন। এছাড়াও শ্যাম্পু করার পূর্বে কুসুম গরম নারকেল তেল দিয়ে চুলে ম্যাসাজ করুন। এবার একটি তোয়ালে হালকা গরম পানিতে ভিজিয়ে মাথা ঢেকে রাখুন। এক ঘণ্টা পর চুল শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করে নিলেই চমক টের পাবেন।

সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.