261785

পিতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ছে ফিনল্যান্ডে

ডেস্ক রিপোর্ট : এবার মায়েদের মতো বাবারাও সমান ছুটি ও বেতন পাবেন ফিনল্যান্ডে। সন্তান জন্ম নেওয়ার পর ২১০ দিনের জন্য ছুটি পাবেন তারা। গতকাল বুধবার দেশটির নবনির্বাচিত সরকার এ ঘোষণা করে।

চলতি নিয়মে দেশটিতে মায়েরা যারা চাকরি করেন, সন্তান জন্মের পর তারা ৭ মাসের বেতনসহ ছুটি পান। তবে বাবাদের জন্য ছুটির পরিমান কম ছিল। তারা বেতনসহ ৪ সপ্তাহের ছুটি ভোগ করতে পারতেন। নতুন নিয়ম বাস্তবায়ন হলে বাবা-মা উভয়েই ৭ মাসের বেতনসহ ছুটি পাবেন।

ফিনল্যান্ডের স্বাস্থ্য ও সমাজনীতি মন্ত্রী আইনো-কাইসা পেকোনেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, ‘সরকারের গৃহীত এই পদক্ষেপ দেশটিতে ‘আমূল সংস্কার’ ও পরিবারগুলোতে বৈচিত্র্য আনতেও সাহায্য করবে। এই নীতি বাবা-মায়েদের মধ্যে সমতা আনবে।’

দেশটিতে নতুন এই নীতি পরিবর্তনও আনতে পারে বলে আশাবাদী তারুণ্যনির্ভর সরকারের। পেকোনেন বলেন, ‘এই নীতি কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমাবে। নারী-পুরুষের মধ্যে আয়ের ফারাকও কমবে।’ সূত্র : আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.