261831

ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজে বাধা

ডেস্ক রিপোর্ট : আল আকসা মসজিদ থেকে কয়েকশ ফিলিস্তিনিকে ফিরিয়ে দেওয়া হলো। গতকাল শুক্রবার জুমার নামাজের উদ্দেশে আল আকসায় গিয়েছিলো ফিলিস্তিনিরা। কিন্তু সেই মসজিদে তাদের জুমার নামাজ আদায় করতে দেওয়া হয়নি। এর আগেও এমন ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে ফিলিস্তিনিদের বহনকারী বেশ কয়েকটি বাস জেরুজালেমে প্রবেশ করে। এরপর ইসরায়েলি বাহিনী ওই বাসগুলোকে আটক করে। তারা বাসগুলোকে ইউটার্ন করে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ওই এলাকায় বিশৃঙ্খলা ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইসরায়েলি দখলদারী বাহিনীর দাবি।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা মসজিদে শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে ওই এলাকায় অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি বলেন, আমাদের মসজিদে প্রবেশ করতে না দেওয়ার কোনো অধিকার পুলিশের নেই। তারা লোকজনকে বিনা অপরাধে শাস্তি দিচ্ছে।
গত সপ্তাহেও কয়েক হাজার মুসল্লিকে আল আকসায় প্রবেশ করতে দেওয়া হয়নি। শান্তি পরিকল্পনা ঘোষণার পর প্রথমবারের মতো গত শুক্রবার কয়েক হাজার ফিলিস্তিনি আল আকসায় নামাজ আদায় করতে যান। কিন্তু তাদের মসজিদে ঢুকতে দেওয়া হয়নি। ইসরায়েলি বাহিনী তাদের ওপর রাবার বুলেট ছুঁড়েছে।

সূত্র : বিডি প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.