261875

উহানে আরেকটি হাসপাতাল নির্মাণ হচ্ছে 

ডেস্ক রিপোর্ট : চীনের উহানে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত সপ্তাহেই শহরটিতে মাত্র ১০ দিনে নতুন একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। সেখানে স্থান সংকুলান না হওয়ায় দেড় হাজার শয্যার নতুন একটি হাসপাতাল নির্মাণ করেছে কর্তৃপক্ষ।

হুবেইপ্রদেশের স্বাস্থ্য কমিশন শনিবার জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ইতোমধ্যে উহানের অনেক সরকারি ভবনকে অস্থায়ী হাসপাতালে রূপ দেওয়া হয়েছে। শহরের প্রথম অস্থায়ী হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল হৌশেনশানে।

মাত্র আট দিনে এটির নির্মাণকাজ শেষ করা হয়। সোমবার থেকে এখানে রোগী ভর্তি শুরু হবে। নতুন অস্থায়ী হাসপাতালটিতে ৩২টি ওয়ার্ড ও একটি অপারেশন থিয়েটার রয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.