261861

পুরনো মডেলগুলোর গতি কমিয়ে দেয়ায় অ্যাপলকে ২ কোটি ৭০ লাখ ডলার জরিমানা

ডেস্ক রিপোর্ট : প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ব্যবহারকারীদের না জানিয়ে আইফোনের পুরনো মডেলগুলোর গতি কমিয়ে দিয়েছে। এ কারণে ব্যবহারকারীরা অভিযোগ করলে অ্যাপলকে ২ কোটি ৭০ লাখ ডলার (২৫ মিলিয়ন ইউরো) জরিমানা করা হয়। সময় টিভি

এই জরিমানা ফ্রান্সের প্রতিযোগিতা ও প্রতারণা বিষয়ক তদারকি সংস্থা ডিজিসিসি আরএফ আরোপ করেছে অ্যাপল নতুন মডেলের ফোন বাজারে আনার পর পুরনো মডেলের ফোনগুলোর গতি ইচ্ছা করে কমিয়ে দিয়েছে। নতুন মডেলের আইফোনের বিক্রি বাড়ানোর জন্য এমনটা করা হয়েছে বলে অভিযোগ পুরনো আইফোন ব্যবহারকারীদের।

এর আগে ২০১৭ সালে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল জানিয়েছিল, কিছু আইফোনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। এতে ডিভাইসগুলো আরও বেশি দিন কার্যকর থাকবে।

ডিজিসিসিআরএফ জানিয়েছে, অপারেটিং সিস্টেম আইওএস আপডেট নেওয়ার কারণে ডিভাইসের গতি কমে যাবে তা ব্যবহারকারীদের জানানো হয়নি। চুক্তি অনুযায়ী এ সংক্রান্ত নোটিশ দেওয়া অ্যাপলের উচিত থাকলেও তারা নোটিশ দেয়নি। যদিও অ্যাপল বরাবরের মতো এবারের অভিযোগও অস্বীকার করেছে। কিন্তু টেক জায়ান্ট কোম্পানিটি জরিমানা পরিশোধ করতে সম্মত হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.