261898

এই প্রথম কোনো বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত

ডেস্ক রিপোর্ট : কোনো বাংলাদেশির শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিঙ্গাপুরে প্রাণঘাতী এই করোনাভাইরাসে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। এদের একজন বাংলাদেশি রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর স্ট্রেইটস টাইমস।

রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে তারা তিনজনের কেউ সাম্প্রতিক সময়ে চীন সফর করেননি।

সিঙ্গাপুরের গণমাধ্যম জানায়, ওই বাংলাদেশি একজন পুরুষ। তার বয়স ৩৯। ফেব্রুয়ারির ১ তারিখ তিনি করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি একজন শ্রমিক।

তবে তাকে শুক্রবার সাংহাই জেনারেল হাসপতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এর আগ পর্যন্ত তিনি বেশ কয়েকবার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

সর্বশেষ শনিবার বিভিন্ন পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এরপর তাকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিসেস এ ভর্তি করা হয়।

পাঠকের মতামত

Comments are closed.