261940

সন্তান বাঁচাতে বাঘ-ভাল্লুকের তমুল লড়াই (ভিডিওসহ)

ডেস্ক রিপোর্ট : মানুষের প্রচলিত ধারণা, জঙ্গলে সাধারণত বাঘ বা সিংহই রাজা হয়, আর তাদের ভয়ে চুপষে থাকে নিরীহ পশুরা। কিন্তু ভারতের রাজস্থানের রণথম্ভোর ন্যাশনাল পার্কের ভাইরাল হওয়া ছবি এবং ভিডিও দেখে জীবনে নতুন লড়াইয়ের রসদ খুঁজে পাবে মানুষ।

রণথম্ভোর টাইগার রিজার্ভারের অন্যতম গাইড, ব্লগার এবং ওয়াইল্ড রাইফ ফটোগ্রাফার আদিত্যডিকি সিং তার টুইটার একাউন্টে সম্প্রতি বাঘ-ভাল্লুকের লড়াইয়ের কিছু ছবি এবং ভিডিও পোষ্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, নিজের সন্তানদের রক্ষায় আক্রমণ করতে আসা বাঘের দিকে তেড়ে গিয়ে তাকে আঁচড়ে কামড়ে একাকার করে দিচ্ছে মা ভাল্লুকটি। তার অগ্নিমূর্তি দেখে বাঘটিও পাল্টা আক্রমণ না করে পড়িমরি করে ছুটে পালাচ্ছে।

ভিডিওটি পোষ্টের পর মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে। যেখানে কমেন্ট বক্সে নেটিজেনদের মন্তব্যেও উঠে এসেছে মাতৃস্নেহের জয়গান। মানুষ হোক কিংবা বন্য পশু হোক, সরন্তানকে রক্ষায় সবকিছু করতে পারে জগতের সকল মা। সূত্র : এনডিটিভি, নিউজ১৮

পাঠকের মতামত

Comments are closed.