262001

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে প্রাণী বিলুপ্ত ঠেকাতে জরুরি সাহায্যের আবেদন

ডেস্ক রিপোর্ট : বিবিসি’র তথ্যানুযায়ী, গত ছয়মাস ধরে জ্বলা দাবানলে অন্তত একশ’ কোটির বেশি প্রাণী মারা গেছে। তবে কোনো প্রজাতি একেবারেই বিলুপ্ত হয়ে যায়নি বলে জানায় দেশটির সরকার। তবে এদের ৩০ শতাংশেরও বেশি বাস্তুতন্ত্র আগুনে পুড়ে গেছে। যার ফলে ঝুঁকিতে রয়েছে প্রজনন।

অস্ট্রেলীয় সরকার গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, কয়েকটি প্রজাতির বেশিরভাগ আবাসস্থল ধ্বংস হওয়ায় সেগুলো বিলুপ্তির মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এসব প্রজাতির মধ্যে রয়েছে পাগস ব্যাং, ব্লু মাউন্টেন ওয়াটার স্কিঙ্ক (এক প্রকার গিরগিটি) এবং ক্যাঙ্গারু দ্বীপের ডানার্ট (ইদুর আকৃতির এক ধরনের প্রাণী)। কোয়ালা এবং স্মোকি মাউসের বাসস্থানের অনেকটাই ধ্বংস হয়েছে।

এছাড়া ২২ প্রজাতির চিংড়ি, ২০ প্রজাতির উভচর, ১৯ প্রজাতির স্তন্যপায়ী, ১৭ প্রজাতির মাছ এবং পাঁচ প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী শনাক্ত করা হয়েছে। তবে বাকিটা সংরক্ষণে জরুরি সহায়তা দরকার বলে তারা জানান।

দেশটির পরিবেশমন্ত্রী সুসান লে জানান, এসব প্রাণীগুলোকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের তহবিল আহ্বান করা হয়েছে।

ইউনিভার্সিটি অব সিডনির পরিবেশবিদরা জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দাবানলে প্রায় একশো কোটি’র মতো প্রাণী মারা গেছে। মৃত বন্যপ্রাণীর মধ্যে রয়েছে স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপ। এই তালিকায় রয়েছে কয়েক হাজার বিলুপ্তপ্রায় কোয়ালাও। এই দাবানলে দেশটির জীববৈচিত্রের এক তৃতীয়াংশই ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে নাসা।

দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন স্থানীয় দমকল বাহিনী ও কয়েক হাজার স্বেচ্ছসেবীরা। তাপমাত্রা সময়ে সময়ে অসহনীয় হয়ে পড়ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার আরো বৃদ্ধি এবং প্রবল বাতাসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ অবস্থায় দাবানলের বিস্তৃতি আরো বাড়তে পারে বলে পূর্ভাবাস দেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, প্রবল বাতাসে ধোঁয়া ও ছাই ঢেকে দিয়েছে অষ্ট্রেলিয়ার আকাশ। শুক্রবার রাতটি হতে পারে ক্যাঙ্গারু দ্বীপের বাসিন্দাদের জন্য একটি বেদনাদায়ক রাত। দাবানলে এখনো পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে এক কোটিরও বেশি এলাকা। সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.