262021

পৃথিবীর পাঁচ লাখ আলোকবর্ষ দূরত্ব থেকে রহস্যময় বেতার সংকেত!

ডেস্ক রিপোর্ট : পৃথিবীর পাঁচ লাখ আলোকবর্ষ দূরত্ব থেকে রহস্যময় একটি বেতার সংকেত (রেডিও সিগন্যাল) ভেসে আসার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। আগে নানা সময়ে এ ধরনের সংকেত শোনা গেলেও এভাবে নিয়মিত বিরতিতে হয়নি।

সংকেতটিকে বিজ্ঞানীরা ফাস্ট রেডিও ব্রাস্ট বা এফআরবি বলছেন। একে মহাকাশের মিলিসেকেন্ড দীর্ঘ বেতার তরঙ্গের বিস্ফোরণ বলা হয়।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত বিশাল আকৃতির গ্রাউন্ড-বেসড সিএইচআইএমই টেলিস্কোপ দিয়ে এই সংকেত শনাক্ত করেন কানাডা এবং ব্রিটেনের বিজ্ঞানীরা। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তারা দেখতে পান প্রতি ১৬.৩৫ দিন পরপর সংকেতটি আসছে। এরপর আবার শান্ত হচ্ছে।

ঠিক কোথা থেকে সংকেতটি আসছে সেটি এখনো শনাক্ত করতে পারেননি গবেষকেরা।

পাঠকের মতামত

Comments are closed.