261974

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে ফটোশুট করে সমালোচিত পরিণীতি

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী নভেলা করোনাভাইরাস নিয়ে ফটোশু করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। যদিও এই ফটোশুটের উদ্দেশ্য ছিলো করোনাভাইরাস নিয়ে ফ্যানেদের সাবধান করা। কিন্তু বিপরীতে হয়েছে। উল্টো ভক্তদের কাছে ট্রোলের শিকার হচ্ছেন তিনি।

সোমবার টুইটারে একটি পোস্ট দিয়েছেন পরিণীতি। যে পোস্টে দেখা যাচ্ছে তা রসাদা মাস্কে ঢাকা মুখ। ক্যাজুয়াল শার্ট আর নীল ডেনিমে পরিণীতি ক্যাপশনে লিখেছেন,‘স্যাড, কিন্তু বর্তমান পরিস্থিতি এমনটাই।’ মূলত করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অনুরাগীদের সতর্ক করতেই ওই পোস্ট করেছিলেন অভিনেত্রী। অথচ একটি টুইটার পোস্টেই রাতারাতি ইন্টারনেটবাসীর কাছে হয়ে গেলেন হাসির খোরাক!

করোনাভাইরাস নিয়ে ফটোশুট করা তিনটি ছবি পোস্ট করেছেন পরিণীতি। সেই ছবিতে কখনও ডান দিকে ফিরে আবার কখনও বা সোজাসুজি। ছবিগুলোর কমেন্টে ‘লোকে করোনাভাইরাসে মারা যাচ্ছে আর তিনি কিনা ‘পোজ’ দিয়ে ফোটোশুট করছেন”, কমেন্ট করে ক্ষোভ উগরে দিলেন অনেকেই।

অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, ‘এই অস্থির অবস্থায় ফটোশুটের কি আদৌ প্রয়োজন ছিল পরিণীতি?’

কেউ কেউ আবার মন্তব্যের ঘরে অসহিষ্ণু এবং করোনাভাইরাসের সঙ্গেও তুলনা করেছেন পরিণীতাকে।

পাঠকের মতামত

Comments are closed.