262219

ইসরায়েলি সেনাদের ফোন হ্যাক করলো হামাস ‘সুন্দরী টোপ’ দিয়ে

ডেস্ক রিপোর্ট : নারীদের আকর্ষণীয় ছবি ব্যবহার করে ইসরায়েলের কয়েকশ সেনা সদস্যের স্মার্টফোন হ্যাক করেছে ফিলিস্তিনের বিদ্রোহী সংগঠন হামাস। গত রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘হেরাতজ’ এবং মধ্যপ্রাচ্যে গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা ‘মিডল ইস্ট মনিটর’।

‘হেরাতজ’ সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর আকর্ষণীয় ছবি পাঠিয়ে এবং ভাইরাসযুক্ত অ্যাপস ডাউনলোড করানোর মাধ্যমে ইসরায়েলি সদস্যদের স্মার্টফোন হ্যাক করা হয়েছে। হামাস এর আগেও অনেকবার ইসরায়েলিদের তথ্য হ্যাক করার চেষ্টা করেছিল বলে জানিয়েছে ওই মুখপাত্র। তবে এই প্রথম অত্যাধুনিক টেলিগ্রাম ব্যবস্থার মাধ্যমে হ্যাক করেছে হামাস।

‘কুদস প্রেস’ জানিয়েছে, ভুয়া অ্যাকাউন্ট থেকে নারীদের সঙ্গে ছবি আদান প্রদান এবং কথোপকথনের সময় ইসরায়েলি সেনাদের মোবাইলে লিঙ্ক পাঠানো হতো এবং ওই লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস ডাউনলোড করে। ওই অ্যাপসের মাধ্যমে তথ্য হাতিয়ে নিয়েছে হামাস।

তবে হ্যাকিংয়ের বিষয়টি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ‘সিন বেট’ এর নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তা প্রতিহত করতে সক্ষম হয়েছে জানানো হয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে কী ধরনের তথ্য চুরি করা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলি সামরিক বাহিনীর ওই মুখপাত্র।

পাঠকের মতামত

Comments are closed.