262465

ভূমিকম্পে পৃথিবীর মতো মঙ্গলগ্রহও কেঁপে ওঠে! বলছেন মহাকাশ গবেষকরা

ডেস্ক রিপোর্ট : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নতুন মার্স ল্যান্ডার জানিয়েছে ভূমিকম্প হলে পৃথিবীর মতো মঙ্গলগ্রহও কেঁপে ওঠে। বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পের পর যে ‘আফটার শক’ হয়, তাতেও কাঁপে এই লাল গ্রহ।

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) নাসার বিজ্ঞানীরা এক সংবাদ সম্মেলনে জানান, মহাকাশযান থেকে সিসমোমিটার (কম্পন পরিমাপক যন্ত্র) দিয়ে মঙ্গল গ্রহের কম্পন শনাক্ত করেছে।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলগ্রহে ১৭৪টি কম্পন অনুভূত হয়। এর মধ্যে ২৪টি কম্পন তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, ৩ থেকে ৪টি বড় এবং বাকিগুলো ছোট ধরনের। তবে মঙ্গলগ্রহের শক্তিশালী ভূমিকম্প কোনো ক্ষতি করবে না বলে গবেষকরা জানিয়েছেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.