262491

দুধ-কলা একসঙ্গে খেলে হতে পারে ভয়াবহ বিপদ!

ডেস্ক রিপোর্ট : শিশুরা দুধ-কলার মিল্কশেক খেতে খুবই পছন্দ করে। তবে মিল্কশেকে দুধ-কলা একসঙ্গে খেলে হতে পারে ভয়াবহ বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, মিল্কশেকটি যতই পুষ্টিকর হোক না কেন, কলা আর দুধ নাকি একসঙ্গে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।

আসুন জেনে নিই মিল্কশেকে দুধ-কলা একসঙ্গে খেলে হতে পারে যেসব বিপদ-

১. কলা ও দুধ একসঙ্গে খেলে সহজে হজম হয় না। তাই এই খাবার খেলে শিশুদের হজমে সমস্যা হতে পারে।

২. শিশুকে যদি প্রতিদিন ব্যানানা মিল্কশেক খাওয়ান, তা হলে সাইনাস ও সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিতে পারে।

৩. দুধ ও কলা শরীর ঠাণ্ডা করে। তাই শরীরে কফের প্রভাব পড়ে।

৪. যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের এই মিল্কশেক না খাওয়া ভালো।

৫. গর্ভবতী নারীরা কখনই ব্যানানা মিল্কশেক খাবেন না। কারণ এই সময় ব্যানানা মিল্কশেক খেলে শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যায়।

পাঠকের মতামত

Comments are closed.