262996

রোনালদিনহোকে জেল থেকে ছাড়াতে ৪ মিলিয়ন ইউরো দিচ্ছেন মেসি

ডেস্ক রিপোর্ট : ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথটা দীর্ঘদিনের। তবে দুই দেশের ফুটবলারদের মধ্যে সম্পর্কটা যে মধুর তা প্রকাশ পেলো মেসি আর রোনালদিনহোকে নিয়ে সর্বশেষ খবরে। জাল পাসপোর্ট নিয়ে পুলিশের কাছে ধরা পড়ে প্যারাগুয়ের কারাগারে বন্দি ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো। আর বার্সেলোনার সাবেক তারকাকে জেল থেকে ছাড়াতে সাহায্যের হাত বাড়িয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।

সংবাদমাধ্যম ‘নাইন্টিমিনিট, টিম টক’-এর উদ্বৃতি দিয়ে ইংলিশ দৈনিক ফক্স স্পোর্টস জানিয়েছে, রোনালদিনহোকে জেল থেকে ছাড়াতে নিজের পকেট থেকে ৪ মিলিয়ন ইউরো খরচ করছেন আর্জেন্টাইন তারকা। রোনালদিনহোকে ছাড়াতে চারজন প্রখ্যাত আইনজীবি নিয়োগ করেছেন বার্সেলোনা অধিনায়ক।

সম্প্রতি প্যারাগুয়ের এক ক্যাসিনো মালিকের আমন্ত্রণে সেখানে গিয়ে বড় বিপদে পড়েছেন রোনালদিনহো। জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকায় কারাগারে বন্দি রয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা ও তার ভাই।

প্যারাগুয়ের আইন অনুযায়ী, পাসপোর্ট জালিয়াতির কারণে ছয় মাসের জেল হতে পারে রোনালদিনহোর। তার আগেই যেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জামিন পান, সেজন্য মেসি চারজন আইনজীবী নিয়োগ করেছেন।
ক্যারিয়ারের শুরুতে বার্সেলোনায় দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনহোর সানিধ্য পেয়েছেন লিওনেল মেসি।

পাঠকের মতামত

Comments are closed.