263029

দিল্লিতে হিন্দু মহাসভায় চলছে গোমূত্র পার্টি

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে শনিবার ভারতের দিল্লিতে দলের সদর দফতরে ‘গোমূত্র পার্টি’র অনুষ্ঠিত হয়। পার্টিতে যোগ দেয় প্রায় ২শ’ জন মানুষ। আয়োজকরা ভারতের অন্যান্য জায়গাতেও এমন পার্টি আয়োজন করবেন বলে জানিয়েছেন। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ

এর আগে, দিল্লিসহ পুরো ভারতে যাতে করোনার প্রকোপ ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে, সে জন্য ‘গোমূত্র পার্টি’র আয়োজনের ঘোষণা দিয়েছিল হিন্দু মহাসভা সভাপতি চক্রপানি মহারাজ।

পার্টিতে যোগ দেয়া একজন বলেন, আমরা ২১ বছর ধরে গোমূত্র পান করে আসছি। আমরা গোবর দিয়ে স্নানও করি। আমরা কখনোই ওষুধ সেবনের প্রয়োজন বোধ করিনি।

বিশেষজ্ঞরা বলছেন, গরুর মূত্র পান করলে ক্যান্সার কিংবা করোনাভাইরাস সারতে পারে এর কোনো প্রমাণ নেই। কিন্তু অনেক হিন্দুই বিশ্বাস করেন গরুর মূত্র পবিত্র এবং তা পান করলে দাওয়াই হিসাবে কাজ করে।

পাঠকের মতামত

Comments are closed.